,

কাজীগঞ্জ বাজার ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোসাহিদ আহমদ। গত সোমবার সন্ধায় কাজীগঞ্জ বাজারে নির্বাচন সুষ্ঠু হয়নি হয়েছে সিন্ডিকেট দাবি করেন প্রার্থীরা এবং নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেন তারা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোসাহিদ আহমদ। তাদের বক্তব্য হচ্ছে গত ২০/২/২১ইং নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে কিছু কুচক্রি মহল নির্বাচন কমিশনের যোগসাজসে নির্বাচনকে বানচাল ও আমাদের প্রতিদ্বন্ধী প্রার্থীকে জয়ী করার জন্য কাজ করে আসছিলেন। এ নিয়ে বার বার নির্বাচন কমিশনকে অবগত করলেও নির্বাচন কমিশন কোন কর্ণপাত করেননি। জাকির হোসেন উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ও মোসাহিদ আহমদ সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন কমিশনে দায়িত্ব প্রাপ্তরা বড় কোন সুবিধা পেয়ে অপর প্রার্থীর যোগসাজসে নীল নকশার মাধ্যমে তাদের পরাজিত করার জন্য বড় ধরনের রোডম্যাপ তৈরী করে এবং তা বাস্তবে প্রমাণিত হয়।


     এই বিভাগের আরো খবর