,

স্ত্রী ও কন্যাকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে নবীগঞ্জে মাদকাসক্ত স্বামী ॥ থানায় অভিযোগ

সংবাদদাতা ॥ দীর্ঘ প্রায় ১৬ বছর স্বামীর সংসার করেন রোসনা। এরই মধ্যে ৪ সন্তানের মা হয়েছেন। স্বামী দীর্ঘদিন যাবত মদ-গাঁজা সেবন করে তাকে ও কন্যাদের অনেকবার মারপিটসহ নির্যাতন করে আসছে। কিন্তু ভবিষ্যত জীবন চিন্তা করে তাহা নীরবে সহ্য করে যাচ্ছিলেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি রাতে স্বামী কাজল অতিরিক্ত মাদক সেবন করে স্ত্রী ও দুই কন্যাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্ত করেছেন। অভিযোগ সূত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত ছন্তর মিয়ার পুত্র কাজল মিয়া একজন মাদকসেবী এবং জুয়াড়ি। প্রায়ই সে মাদক সেবন ও জুয়া খেলার সাথে আসক্ত থাকে। এর প্রতিবাদ করে আসছিলেন স্ত্রী রোসনা বেগম। কিছুতেই কাজল স্ত্রীর কথা রাখেননি। গত ২১ ফেব্রুয়ারি রাত ৯ টায় মাদক সেবন করে স্ত্রী রোসনা ও দুই কন্যা লুৎফা ও সাদিয়াকে বেধড়ক মারপিট করে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি আগুন দিয়ে তাদের ব্যবহারের কাপড় ছোপর পুড়িয়ে ছাই করে দেয়। তারা আত্মরক্ষার্থে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে গত ২২ ফেব্রয়ারি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর মাদকসেবী স্বামী কাজলকে আসামী করে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই নাঈম একদল পুলিশ নিয়ে বিষয়টি তদন্ত করেছেন। অভিযোগের সত্যতা জানতে চাইলে নবীগঞ্জ থানার এসআই নাঈম জানান অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং বিষয়টি মীমাংসা করার শর্তে এলাকার বিশিষ্ট মুরব্বি প্রতিশ্রুতি দেয়ায় আপাতত মামলার কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে। মীমাংসা না হলে সংশ্লিষ্ট ধারায় মামলা হবে।


     এই বিভাগের আরো খবর