,

কৃষি ব্যাংকে গ্রাহক হয়রানি

বাহুবল প্রতিনিধি ॥ অর্থ আত্মসাৎ, ঋণ চেয়ে না পাওয়া, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স পরিশোধে দেরি করা ও স্বীকৃত বিল পরিশোধে বিলম্ব এসব কারণে কৃষি ব্যাংকে গ্রাহক হয়রানি চরমে। বাহুবল উপজেলার কৃষি ব্যাংক মিরপুর বাজার শাখায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে গ্রাহক। ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের অত্যাচারে অতিষ্ট গ্রাহকরা। প্রবাসীদের রেমিটেন্স নিতে এক সপ্তাহের বেশি সময় নিতে হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে কর্তৃপক্ষ জানায় আজ নয় এক সপ্তাহ পরে আসবেন। বয়স্ক ভাতা নিতে আসা বৃদ্ধরা উৎকোচ না দিলে ব্যাংকে কোন কাজ হয় না। গতকাল বৃহস্পতিবার এমনি একটি অভিযোগ করেন মিরপুর বাজারের বিশিষ্ট ইন্টারনেট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, তিনি ক্ষোভের সাথে বলেন এক মাস আগে একটি চেক দিয়ে গেছিলাম বাহুবল শাখা থেকে নিয়ে আসার জন্য। এর মধ্যে কয়েকদিন এস খালি হাতে ফিরে গিয়েছি। আজ একমাস পরে আসলাম সাড়ে ৯টায় ব্যাংকে ডুকে দেখি কেউ নেই, ১০টায় আসলেন এসিস্টেন্ট ম্যানেজার তিনি জানালেন বসেন, বসলাম ১১টা পর্যন্ত পরে তিনি বললেন টাকা জমা হয়নি। এ ব্যাপারে ব্যবস্থাপকের নাম্বারে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


     এই বিভাগের আরো খবর