,

২ মার্চ: ইতিহাসে আজকের এই দিনে

সময় ডেস্ক ॥ ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। আজ ২ মার্চ, ২০২১, মঙ্গলবার। ১৭ ফাল্গুন, ১৪২৬। জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুঃ ঘটনাবলি:-০৬৮০ – মহনবী সা: এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ: এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয়। ১৪৯৮ – ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। ১৫২৫ – হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয় । ১৮০১ – স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু হয়। ১৮৯৬ – ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন। ১৯১৭ – পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়। ১৯১৯ – মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু হয়। ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে। ১৯৪৪ – নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জন মৃত্যুবরণ করে। ১৯৪৮ – সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১৯৫৬ – মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়। ১৯৭১ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। ১৯৭৩ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়। ১৯৮৫ – আরব লীগ প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ – শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত হয়। ১৯৯৫ – কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়। ১৯৯৭ – পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু হয়। ১৯৯৯ – ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়। ২০০০ – ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশ মুক্তি লাভ করেন। ২০০১ – আফগানিস্তানে প্রাচীন ও শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়।
দিবস:- আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস?


     এই বিভাগের আরো খবর