,

পিচ নিয়ে তীব্র সমালোচনার জবাবে যা বললেন কোহলি

সময় ডেস্ক ॥ ইংল্যান্ড-ভারতের মধ্যকার সবশেষ আহমেদাবাদ টেস্ট ম্যাচটি মাত্র দেড় দিনেই শেষ হয়। আরও স্পষ্ট করে বললে টেস্টের রীতি অনুসারে প্রতিদিনে ৯০ ওভার করে পাঁচ দিন খেলা হওয়ার কথা থাকলেও ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এ দুই দল চার ইনিংসে খেলতে পারে মাত্র ১৪০.২ ওভার। ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ৪৮.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়। জবাবে ভারত করতে পারে ৫৩.২ ওভারে ১৪৫ রান। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে আরো বাজে অবস্থা ইংল্যান্ডের, মাত্র ৩০.৪ ওভারে ৮১ রানেই অলআউট। চতুর্থ ইনিংসে ৪৯ রানের মামুলি স্কোর তাড়ায় ৭.৪ ওভারে জয় নিশ্চিত করে ভারত। দুই দলের রান এবং ওভার খেলার অবস্থা দেখলেই স্পষ্ট খুবই নিম্নমানের উইকেটে খেলা হয়েছে। তাইতো আহমেদাবাদের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন, নিউজিল্যান্ডের সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যই হয়তো এমন বাজে পিচ তৈরি করেছে ভারত। পিচ নিয়ে এমন সমালোচনার জবাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, পিচ ও গোলাপি বল নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। মাঠে টেস্ট জেতার জন্য নামা উচিত নাকি পাঁচ দিন ধরে খেলার জন্য নামা উচিত? দল হিসেবে আমাদের সাফল্যের কারণ হচ্ছে আমরা কখনও পিচ নিয়ে ভাবি না। পিচ নিয়ে আমরা কখনই কথা বলি না। কোহলি আরও বলেছেন, আমরা সব জায়গাতেই উন্নতি করার চেষ্টা করেছি। আমরা যখন নিউজিল্যান্ডের মাঠে গিয়ে টেস্ট ম্যাচে তিন দিনে হেরে যাই তখন কেউ পিচ নিয়ে কোনো কথা বলে না, সবাই তখন ভারতের খারাপ ব্যাটিং নিয়েই কথা বলে।


     এই বিভাগের আরো খবর