,

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে প্রায় ৪ শতাধিক শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, পুলিশ, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন। গতকাল বুধবার সকাল ৮টায় বাংলাদেশ সেনা-বাহিনীর সিলেট অঞ্চলের সমন্বয়ে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সারোয়ার আলম শাকিলের সৌজন্যে অসংখ্য বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন চাপা সাদা গেঞ্জি ও মাথার ক্যাপ দেওয়া হয় প্রতিযোগিতাদেরকে। শায়েস্তাগঞ্জ থানাকে আনুষ্ঠানিক ম্যারাথন প্রতিযোগিতার উদ্ভোবন করা হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপসর সহায়তায় তাদের দৌড় প্রতিযোগিতার সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান চৌধুরী শাহীন, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হকসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর