,

নবীগঞ্জে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে নবীগঞ্জে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ও উপজেলা প.প. কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। উক্ত সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন বীর প্রতীক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ডাঃ পিয়াংকা পাল চৌধুরী, ডাঃ সৈয়দা নাফিসা রেজা প্রমূখ। সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন, ডাক্তাররা আমাদের সবাইকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। নবীগঞ্জ উপজেলার ১৫/১৭ জন ডাক্তার প্রায় ৪ লক্ষ মানুষকে তারা সার্বক্ষনিক স্বাস্থ্য সেবা দিচ্ছেন। এই করোনা মহামারিতেও তারা জীবন বাজি রেখে আমাদের পাশে থেকে তাদের সেবা দিয়ে যাচ্ছেন। এই মহামারি করোনা পরিস্থিতিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের অধিনে সারা দেশের ন্যায় গত ৮ ফেব্রুয়ারী থেকে করোনা ভ্যাকসিন (টিকা) প্রথম ডোজ সফলভাবে প্রদান করা হয়েছে। তাই সবাইকে ধন্যবাদ জানান। তিনি হাসপাতালের অবকাটামোগত উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। এছাড়া সভায় গুরুত্বপূর্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা/কর্মচারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারি, উপজেলা পরিষদ চেয়ারম্যানের কর্মচারী, থানা কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সু-ব্যাবস্থা না করায় পৌর কতৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আবুল ফয়েজ সৈয়দ তোহা, গীতা পাঠ করেন ডা. চম্পক কিশোর সাহা সুমন।


     এই বিভাগের আরো খবর