,

নবীগঞ্জকে যানজট মুক্ত করতে সালামতপুর টু তিমিরপুর বাইপাস রোড করা হবে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি মিলাদ গাজী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, অফিসার ইনচার্জ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার সুলাইমান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন- প্রধান মন্ত্রীর বাবার স্বপ্ন ছিল একটি সোনার বাংলা গড়ার। তাই আজ সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নবীগঞ্জ-বাহুবল নিয়ে স্বপ্ন দেখছি কিভাবে উন্নতি করা যায়। নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে সালামতপুর থেকে পূর্ব তিমিরপুর পর্যন্ত বাইপাস রোড করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে মন্ত্রনালয়ে গিয়েছি এবং আশা করছি অল্প কিছু দিনের মধ্যে ওই পাইপাস সড়কটি করতে পারবো বলে আশাবাদী। সভার শুরুতে নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ডালিম আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনশৃঙ্খলা কমিটির সকল নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর