,

হুইল চেয়ারে বসে ব্যাংক লুট!

সময় ডেস্ক ॥ সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে ভিন্নরকম ডাকাতের সন্ধান। ডাকাতটি হুইল চেয়ারে চলা রোগী। ইতিমধ্যে চেয়ারে বসে ব্যাংক লুটের আশ্চর্য কান্ড ঘটিয়ে আতঙ্ক তৈরি করেছে পুরো শহরে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আমেরিকার কুইন্স শহরে। একটি ব্যাংকে কৌশলে ব্যাংক লুটের পর আতঙ্ক তৈরি করেছে হুইল চেয়ারের ওই রোগী। দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেছেন, হুইল চেয়ারে বসা এক লোক ব্যাংটিতে প্রবেশ করে। লোকটি একটি নকল চেকের সাহায্যে আড়াই লাখ ডলার তুলে নেয় এবং খুব দ্রুত স্থান ত্যাগ করে। ব্যাংক কর্মকর্তারা লুটের ঘটনাটি যখন টের পায় তখন ডাকাতকে আর কোথায় খুঁজে পাওয়া যায়নি। আশ্চর্যের খবর হলো, এ ঘটনায় ডাকাতটি ব্যাংকের কোনো কর্মচারীকে হয়রানি করেনি। কোনো প্রকার ভীতিও প্রদর্শণ করেনি। যে কারণে কেউ বুঝতে পারেনি কী ধরনের ঘটনা ঘটছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে হুইল চেয়ারে বসে চুরির ঘটনা এটাই প্রথম নয়। বছর খানেক আগে ৬০ বছরের এক ব্যক্তি হুইল চেয়ারে বসে ব্যাংক লুট করতে এসেছিল। তবে ওইসময় ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন।


     এই বিভাগের আরো খবর