,

সমাজের সকল বিত্তশালী ব্যক্তিদের গরীবের পাশে এসে দাঁড়ানো উচিতলস্করপুরে ইফতার মাহফিলে এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন ইবাদতের মাস হলো পবিত্র রমজান। এ মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি সমাজের বিত্তশালীদের গরীবদের পাশে এসে দাঁড়ানো উচিত। একে অন্যের সুখে-দুঃখে পাশে দাঁড়ালে আমাদের সমাজের অভাব-অনটনসহ বিশৃঙ্কলা দূর হয়ে যাবে। তিনি বলেন- আওয়ামী লীগ সরকার দেশের গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মতায় এসেছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার দেশকে দারিদ্রতার কবল থেকে অনেকটা মুক্ত করে নিয়েছে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে শেখ হাসিনার সরকার অঙ্গিকারবদ্ধ। গতকাল ১০নং লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কটিয়াদী বাজারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন- আপনাদের সহযোগিতা থাকলে হবিগঞ্জ সদর ও লাখাইয়ে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখে গরীব ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরুর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগ নেতা এড. আফজল আলী দুদু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, সদর উপজেলা ছাত্র লীগ সভাপতি গাজিউর রহমান এমরান, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, জাহেদ মিয়া মরম আলী, সাদেক মিয়া, আকবর আলী, আছির মিয়া, আব্দুল হাই, করিম খান, ইউপি সদস্য আলী আজগর, হেলাল মিয়া, ছিদ্দিক মিয়া ও ইমান আলী, নোমান মিয়া, আহমদ আলী, দুলাল মাস্টার, যুবলীগ নেতা তৈয়ব আলী, সুজন, আছকির, ছাত্রলীগ নেতা প্রসেঞ্জিত, নজরুল ইসলাম স্বপন, রুহেল মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর