,

নবীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা মোঃ শাকিল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, বীর মুক্তিযুদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূর উদ্দিন (বীর প্রতিক), নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ আবু সিদ্দিক, আলী আহমদ মুছা, মুহিবুর রহমান হারুন, মোঃ ছাইমুদ্দিন, মোঃ আশিক মিয়া, মোঃ বজলুর রশিদ, আবু সাঈদ এজলু মিয়া, আব্দুল মুহিত, সনজিত দাশ, আসাদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, ইউপি সচিবদের পক্ষে বক্তব্য রাখেন পৃথ্বীশ রঞ্জন চৌধুরী প্রমূখ। এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ধুমপান ও তামাক মুক্ত রাখতে এবং ক্ষতিকর দিকগুলি তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন আজ মঙ্গলবার ১৬ মার্চ দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, আগামীকাল ১৭ মার্চ বুধবার ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ ২০২১ গণ হত্যা দিবস ও ২৬ শে মার্চ ২০২১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে সবাইকে উপস্থিত থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসগুলি পালনের আহবান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর