,

ইসলামী ব্যাংক সুদ মুক্ত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত………এমপি মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকাল ৫:৩০ মিনিটে শাখা প্রাঙ্গণে সর্বস্থরের গ্রাহকদের নিয়ে “রমজানের তাৎপর্য ও অর্থনৈতিক জীবনে তাকওয়া শীর্ষক” এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল বাতেন খান, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বনাথ শাখা প্রধান মোঃ আবুল খায়ের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোঃ আলী আক্কাছ মোল্লা, ব্যাংকের নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ বুরহান উদ্দিন এর সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশনস মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন এডভোকেট রহমতে এলাহী, মাওঃ আবু সালেহ মোঃ মোস্তাকিম বিল্লাহ। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয় পর্টি উপজেলা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমদ, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এ টি এম সালাম, এস.আই নুর মোহাম্মদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সারোয়ার শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকিকুর রহমান সেলিম। উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, ইসলামী ব্যাংক সুদ মুক্ত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রকার সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ইসলামী ব্যাংক অর্থনীতিতে একটি মডেল হিসেবে উল্লেখ করে সাধারণ মানুষকে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করার জন্য আহ্বান জানান। শাখা ব্যবস্থাপক মোঃ বুরহান উদ্দীন উপস্থিত সকলকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর