,

হবিগঞ্জে সিজারের মাধ্যমে অস্বাভাবিক মোটা মাথা শিশুর জন্ম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ল্যাবএইড হাসপাতালে সিজারের মাধ্যমে অস্বাভাবিক মাথা মোটা এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির ওজন ৬ কেজি ৪২ গ্রাম। এটাকে হাইড্রোকেপানাস রোগ বলে। এই রোগে আক্রান্ত প্রতি হাজারে ৩ জন শিশুজন্মগ্রহন করে। শিশুটির বাচাঁর সম্ভাবনাও খুব কম। বাচঁলেও শিশুটির মাথায় বড় ধরনের অপারেশ করতে হবে এবং খুব ব্যয় বহুল। কিন্তু শিশুটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না।
জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী গ্রামের এমরান মিয়ার স্ত্রী ফাহিমা বেগমের প্রসব ব্যাথা শুরু হলে তাকে নিয়ে যাওয়া হয় সিলেট মেডিনোভা প্রাইভেট হাসপাতালে। সেখানে পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায় শিশুটি হাইড্রোকেপানাস রোগে আক্রান্ত এবং সিজারে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ সিজার না করে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চেষ্টা করেও কোন ব্যবস্থা না হওয়ায় তাকে হবিগঞ্জ দি ল্যাবএইড হাসাপাতালে নিয়ে আসা হয়। রোগীর ম”ত্যু ঝঁকি জেনেও মানবিকতার দিক চিন্তা করে ল্যাবএইড হাসাপাতাল কর্তৃপক্ষ সিজার করার সিদ্ধান্ত নেয়। ডাক্তার এস কে ঘোষ গতকাল বুধবার রাতে সফলতার সাথে সিজার করেন। বর্তমানে মা সুস্থ আছেন।


     এই বিভাগের আরো খবর