,

নবীগঞ্জে স্কুল ছাত্রের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়েরের পর বেপরোয়া আসামীরা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামে স্কুল ছাত্রের ওপর হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আসামীরা। অভিযোগ দায়ের করা কারণে বাদী পক্ষকে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকালে আহত স্কুল ছাত্রের চাচা আলাওর মিয়া স্থানীয় সঈদপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আজলপুর কান্দি নামক স্থানে তার পথরোধ করে মারপিট করে আহত করে নুরুল আমীন, তার পিতা লীল মিয়া ও তার ভাই আল আমীন। এ সময় আলাওর মিয়ার সুর চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে প্রাণে রক্ষা পান। উল্লেখ্য যে, গত ২০ মার্চ দুপুরে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের মোঃ হারুন মিয়ার শিশুপুত্র মোঃ মাহফুজ মিয়া (১৬) স্থানীয় আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে কান্দি নামক স্থানে একই গ্রামের লীল মিয়ার পুত্র নূরুল আমীন (২১), ও তার ভাই আল আমীন (২৭) তার পথরোধ করে ধারালো চুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে গ্রামের অন্যান্য লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবণতি হলে ওই দিন বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত মাহফুজ মিয়ার পিতা হারুন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর