,

পৃথিবীর মানচিত্র বাংলাদেশ এখন আর তলাবিহিন ঝুড়ি নয় শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল- নবীগঞ্জে এমপি শাহনওয়াজ মিলাদ গাজী

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, পৃথিবীর মানচিত্র বাংলাদেশ এখন আর তলাবিহিন ঝুড়ি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন। কিন্তু খন্দকার মোশতাক চক্র তা করতে দেয়নি। বঙ্গবন্ধু উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এঁর সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আজিজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সিদ্দীকি, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দীক, ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ, নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইবকাল আহমেদ বেলাল, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা মোঃ রুবেল মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান গৌতম কুমার দাশ, নিজামুল চৌধুরী, ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনি, মুক্তিযোদ্ধা সন্তান রত্নদীপ দাশ রাজুসহ বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের লোকজনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। অনুষ্ঠানের বীর মুক্তযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে উপহার সামগ্রী ও প্রাইজবন্ড প্রদান করা হয়। এর পূর্বে গতকাল শুক্রবার সুর্য্যদয়ের সাথে সাথে গণকবরে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, নবীগঞ্জ প্রেসক্লাব, নবীগঞ্জ পৌরসভা, পৌর আওয়ামীলীগ, নবীগঞ্জ সরকারি কলেজ, উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, প্রধান শিক্ষক সমিতি, আনন্দ নিকেতন, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, রিলেশন টু পিপলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও বিকেলে নবীগঞ্জ উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী সমাজ একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং রাত ৮টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর