,

আইপিএল খেলতে ভারতে সাকিব

সময় ডেস্ক ॥ সাকিব আল হাসানের আইপিএলে খেলা নিয়ে দেশের ক্রিকেটে রীতিমতো ‘তুলকালাম’ বেধে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের সঙ্গে এ নিয়ে কথার লড়াইয়েও নেমেছিলেন সাকিব। সবকিছু পেছনে ফেলে আজ সকাল ১০টায় ভারতের বিমান ধরেন তিনি। চতুর্দশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার। ৯ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলে কলকাতার প্রথম ম্যাচ ১১ই এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল খেলার জন্য আগেই সাকিবকে অনাপত্তি পত্র বা এনওসি দিয়েছিল বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেছিলেন, সাকিবের এনওসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি। ক্রিকেট বোর্ড অবশ্য সে পথে হাঁটেনি। এনওসি নিয়েই চতুর্দশ আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব। এবারের আইপিএল হবে পাঁচ ভেন্যুতে। কলকাতায় কোন ম্যাচ হবে না। কেকেআর ঘাঁটি গেড়েছে চতুর্দশ আইপিএলের অন্যতম ভেন্যু চেন্নাইয়ে। সেখানে পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকবেন সাকিব। এরপর নামবেন অনুশীলনে। নিষেধাজ্ঞার কারণে ২০১৯ ও ২০২০ আইপিএল খেলা হয়নি সাকিবের। গত ফেব্রুয়ারিতে নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। কলকাতার হয়ে ২০১১ সালে প্রথমবার আইপিএলে খেলেন সাকিব আল হাসান। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার হয়ে জেতেন আইপিএল শিরোপা। ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলেছেন সাকিব। আইপিএলের ৯ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৪৬ ম্যাচ। দুই ফিফটিতে ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ২১.৩১ গড়ে করেছেন ৭৪৬ রান। সর্বোচ্চ ইনিংস ৬৬ রানের। ৭.৪৬ ইকোনমিতে সাকিবের শিকার ৫৯ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।


     এই বিভাগের আরো খবর