,

ফরহাদ আহমদ ও নুরুল আমিন গংদের সৃষ্ট বিরোধ নিস্পত্তি ইমামবাড়ী বাজার ব্রীজের দুই পার্শ্বে সিএনজি ষ্ট্যান্ড স্থানান্তর

স্টাফ রিপোর্টার ॥ ইমামবাড়ীতে সিএনজি মালিক সমিতির নেতা ফরহাদ আহমদ ও শ্রমিকনেতা নুরুল আমিন গংদের সৃষ্ট বিরোধ নিস্পত্তি করে ইমামবাড়ী বাজার সিএনজি ষ্ট্যান্ড স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার সাবেক এম.পি এড. আব্দুল মোছাব্বির চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী, ইউ/পি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান (বড় মিয়া) ও এমদাদুল হক চৌধুরীর সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এলাকার স্থানীয় মুরুব্বিদের নিয়ে আলোচনা সাপেক্ষে নতুন ষ্টেন্ডের জায়গা নির্ধারন করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী ইমামবাড়ী-হবিগঞ্জ সিএনজি ষ্ট্যান্ড ব্রীজের উত্তর পার্শ্বে ও ইমামবাড়ী-নবীগঞ্জ ষ্ট্যান্ড ব্রীজের দক্ষিণ পার্শ্ব হতে চলাচল করবে। উল্লেখ্য, সিএনজি মালিক সমিতির নেতা কালিয়ারভাঙ্গা গ্রামের ফরহাদ আহমদ ও লহরজপুর গ্রামের শ্রমিকনেতা নুরুল আমিন গংদের সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে কালিয়ারভাঙ্গা, ডেবরা, ফাতাইরা, পুরানগাঁও, চরগাঁও এবং অপরদিকে লহরজপুর, শ্রীমতপুর, সন্দলপুর, তাজপুর, হরিপুর, উজিরপুর গ্রামের লোকজনদের মধ্যে (২য় পৃষ্ঠায় দেখুন) ইমামবাড়ী বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী সহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সৃষ্ট বিরোধ নিরসনে সালিশ প্রক্রিয়ার মাধ্যমে উল্লেখিত বিরোধ নিষ্পত্তিকল্পে গত ২০ অক্টোবর সোমবার দুপুর ১২টা থেকে টানা ৪ ঘন্টার বৈঠকে বিষয়টি নিষ্পত্তি করা হয়। উক্ত সালিশ বৈঠকে ইমামবাড়ী বাজার সিএনজি ষ্ট্যান্ডের স্থান নির্ধারনের জন্য উল্লেখিত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর