,

মুরাদপুরে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী জয় দত্ত ও রিপন দত্তের আয়োজনে ৩ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্তন মহোৎসব সোমবার বিকালে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শ্রীমদভাগবত পাঠ, লীলা কীর্তনের শুভ অধিবাস, ব্রাম্মমুহুর্ত হতে অষ্টপ্রহরব্যাপী তারকব্রম্ম নাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরন। শুভ অধিবাস গীতাপাঠ পরিবেশন করেন পংকজ ভট্টাচার্য্য। ব্রাণমুহূতে হইতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন পরিবেশন করেন,সাতরিার মা লী সম্প্রদায়ের রাজীব বিশ্বাস,রাইকিশোরী সম্প্রদায়ের সুমিত্রা সরকার, ব্রজবালক সম্প্রদায় মৌলভীবাজারের বিদুৎ দাশ, রাধাগােবিন্দ সম্প্রদায়ের ননী গোপাল চক্রবর্ত্তী। বিশিষ্ট ব্যবসায়ী জয় দত্ত ও রিপন দত্তের সার্বিক পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসকাব সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গোবিন্দ জিউঢ় আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদক শৈলেন্দ্র কুমার দাশ, ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী, প্রভাষক জন্টু রায়, মহাদেব রায়, শিক সঞ্জয় ধাম, শিক রিপদ দাশ, ইউনিয়ন পুজা কমিটির সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন সামাজিক, সাংস্ক”তিক ও রাজনৈতিক সংগঠনের সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। সোমবার বিকালে দধিভান্ড ভঞ্জন ও ব্রজের ধুলিগ্রহন এবং হরিলুটের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।


     এই বিভাগের আরো খবর