,

টিকার দ্বিতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজও চলবে- স্বাস্থ্যের ডিজি

সময় ডেস্ক ॥ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আগামী ৮ এপ্রিল থেকে সারাদেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি টিকার প্রথম ডোজও দেওয়া হবে। তিনি আরও বলেন, লকডাউন কার্যকর করতে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে সারাদেশের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা চলছে। সোমবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। খুরশীদ আলম বলেন, লকডাউনের  সময় সবাইকে সরকারি নির্দেশনা মানতে হবে। যারা এই নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া আছে। একটি কথা মানতে হবে, দেশের মানুষকে করোনা থেকে রক্ষা করতেই এই লকডাউন দেওয়া হয়েছে। কাজেই লকডাউন কার্যকর করতে আমাদের অবশ্যই সচেতন হয়ে সরকারি নির্দেশনাগুলো মানতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, মানিকগঞ্জ জেলা হাসপাতালের যেখানে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে সেখানে করোনা ইউনিট স্থাপন করা হবে। করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ও হাইফোজেনাল ক্যানোলা ব্যবহার করতে পারে। মোট কথা একটি আইসিইওতে যেসব সুবিধা থাকে সেসব ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে। আগামী বৃহস্পতিবার মধ্যে যেন এটি চালু হবে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. হাসান ইমাম, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ মিঞা এবং পরিচালক (হাসপাতাল সার্ভিস) ডা. খুরশীদ আলম, মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর