,

করোনা প্রাদুর্ভাবজনিত কারণে হবিগঞ্জেও আদালত বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনা প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশের মতো হবিগঞ্জেও আদালত বন্ধ থাকবে। তবে সীমিত আকারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত মাত্র একজন বিচারক স্বাস্থ্যবিধি মেনে কোর্ট পরিচালনা করবেন। গত রবিবার সুপ্রীম কোর্ট থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এর প্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক আদেশে বলেন, ৫ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মন সীমিত আকারে শুধুমাত্র জামিন শুনানী, এ ছাড়া ওইদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম ভিকটিমের ২২ ধারা জবানবন্দি গ্রহণ করবেন। আজ ৬ এপ্রিল মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিন শুনানী, এ ছাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি নিবেন। ৭ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান উদ্দিন প্রধান জামিন শুনানী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম ভিকটিমের ২২ ধারা জবানবন্দি নিবেন। ৮ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম জামিন শুনানী, এবং তিনিই ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি নিবেন। ১১ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক জামিন শুনানী এবং ভিকটিমের ২২ ধারা জবানবন্দি নিবেন। এ ছাড়া জেলা জজকোর্ট, নারী শিশু আদালতসহ জজকোর্টের অধীনস্থ অন্যান্য কোর্ট বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত। তবে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কোর্ট পরিচালনা করার নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্ট।


     এই বিভাগের আরো খবর