,

লকডাউনের ১ম দিনে হবিগঞ্জে প্রশাসনের অভিযান, বিধি-নিষেধ অমান্য করায় ১০৮ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে। এ অবস্থায় করোনা সংক্রমন রোধের লক্ষে দেশে লকডাউন জারি করেছে সরকার। করোনার সংক্রমণ পৃতিরোধে ও স্বাস্থ্যবিধি পৃতিপালন নিশ্চিতকল্পে লকডাউনের বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। জানা যায়, গতকাল সোমবার দিনব্যাপি পুরো জেলায় মোট ২০টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থবিধি না মানা, গণপরিবহন যাতায়াত ও লকডাউনের বিধি-নিষেধ না মানা সহ বিভিন্ন অপরাধে ২০টি মোবাইল কোর্টে ১০৮টি মামলায় ১০৮ জন ব্যাক্তিকে ৬৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। যারা লকডাউন অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং সকলকে স্বাস্থবিধি মেনে চলাফেরা করতেও নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ও হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এবং জেলার প্রত্যেক উপজেলার নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি)গণ। অভিযানকালে সার্বিক সহযোগীতা করেন ও র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। অভিযানকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্য বলেন, করোনার সচেতনতায় এবং স্বাস্থ্যবিধি মানতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। তিনি সরকারী নির্দেশনা মেনে ১১ এপ্রিল পর্যন্ত সকলকে কঠোরভাবে স্বাস্থ্য বিধি মানার অনুরোধ জানান। জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্যবিধি মানতে সরকার প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করবে। এ সময় শহরের টমটমের বিভিন্ন অনিয়ম, দিনের বেলা শহরে ট্রাক প্রবেশ ও হোটেল রেস্তুরায় আরো কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুশিয়ার করে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, র‌্যাব ক্রাইম প্রিভেনশন শায়েস্তাগঞ্জের সিনিয়র এএসপি লুৎফুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সহকারী কমিশনার গোপনীয় সাঈদ মো. ইব্রাহিম, ব্যক্সের সভাপতি শামছুল হুদা, চেম্বার পরিচালক মোঃ দেওয়ান মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর