,

বানিয়াচঙ্গের রতœা নদীতে ৫ লাখ মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাক এর কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচির উদ্যোগে হাওরের উম্মুক্ত জলাশয়ে ৫ লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বানিয়াচঙ্গ উপজেলার রতœা নদীতে প্রধান অতিথি হিসাবে পোনা অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। হাওরের দরিদ্র জনগোষ্ঠীর প্রানিজ আমিষের ঘাটতি পূরণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষে পাঁচ লাখ মাছের পোনা হাওরের উম্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। জেলে ও মৎসজীবি সম্প্রদায়ের উপস্থিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্ত আশরাফ উদ্দিন আহম্মদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল ইসলাম, জ্যেষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা মনীমোহন পাল, ব্র্যাকের কর্মসূচি প্রধান মাসুদ আলম খান, জেলা সমন্বয়কারী ফিরুজ ভূইয়, বানিয়াচঙ্গ উপজেলা প্রধান মহসিন আহমেদ ও জেলা চেয়াম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলী মোমিন, ব্র্যাক আইডিপির প্রোগ্রাম হেড মো: মাসুদুল আলম সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো: ফিরোজ ভূঁইয়া জেলা ব্র্যাক প্রতিনিধি হবিগঞ্জ। অবমুক্তকৃত মাছের পোনা সমূহ স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রশিক্ষন প্রধানের মাধ্যমে উৎপাদন করানো হয়েছে। ফলে মাছের পোনা উৎপাদনে দক্ষতা অর্জনের পাশাপাশি মাছের পোনা বিক্রি করে তারা লাভবান হয়েছে। আবার উৎপাদিত মাছ ও তারাই ভোগ করবেন। এর ফলে দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ব্র্যাকের এই কার্যক্রম বাংলাদেশের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জের বানিয়াচং ও সুনামগঞ্জের দিরাইয় উপজেলায় রয়েছে।


     এই বিভাগের আরো খবর