,

হবিগঞ্জ পৌরসভায় অনিয়ম ও দুর্নীতির অপরাধে কম্পিউটার অপারেটরকে বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভায় জন্মনিবন্ধন ও মৃত্যু সনদে অনিয়ম ও দুর্নীতির অপরাধে মাষ্টাররোলে নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর তানভীর হোসেনকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার তাকে লিখিত আদেশে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। অভিযোগে জানা যায়, সম্প্রতি হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা বেগমের সন্তানের একটি জন্ম নিবন্ধন সনদ প্রদানে ভুল করলে আলোচনায় আসেন তানভীর। এর আগে তার কাছে জন্মনিববন্ধন করতে গেলে নাম, জন্মস্থান, জন্মতারিখ ভুল লিখে অনলাইনে সাবমিট করেন। পরে ভুক্তভোগীরা তার কাছে সংশোধনের কথা বললে তিনি বলেন, অনলাইনে ফরম পূরণ করা হয়ে গেছে, সংশোধন করতে গেলে এফিডেভিট করতে হবে কিংবা তাকে সংশোধন ফি হিসেবে টাকা চাওয়াসহ বিভিন্ন অজুহাতে এ টাকা আদায় করেন। এই টাকা আবার তিনি সকলের কাছ থেকে সমান নেন না। সর্বনিম্ন ২শ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন তিনি। আবার যিনি তাকে টাকা দিতে পারেন না, তাকে তিনি নানা অজুহাত দেখিয়ে দিনের পর দিন সময় ক্ষেপন করান। এতে করে সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। তাছাড়া তাকে খুশি করতে পারলে তার কাছে রক্ষিত জন্মনিববন্ধন ফরম পূরণ করে দেয়া হয়। অনেকেই বিদেশ কিংবা পাসপোর্ট করাতে তড়িগড়ি করে ভোগান্তিতে না গিয়ে তার কথায় রাজি হয়ে কাজ করিয়ে নিয়ে যান। পৌরবাসী এতদিন তার এরকম অপরাধ সহ্য করলেও সম্প্রতি এডিসির পাঠানো এক জন্মনিবন্ধন সনদে একই ধরণের ভুল করায় বিষয়টি আলোচনায় আসে এবং সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। এতে পৌর কর্তৃপক্ষের নজরে এলে তাকে ওইদিন অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হবিগঞ্জ একটি প্রথম শ্রেণির পৌরসভা। এর একটি সুনাম রয়েছে। পৌরসভার এই গুরুত্বপূর্ণ পদে সৎ ও দক্ষ লোক নিয়োগ দেয়া না হলে পৌরবাসীর ভোগান্তি আরও বাড়বে বলে অনেকে জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর