,

হবিগঞ্জে তেল শোধনাগারে প্লান্টের বার্নফিড থেকে আগুনের সূত্রপাত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে অবস্থিত দেশের অন্যতম তেল শোধনাগারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত প্লান্টের বার্নফিড থেকে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ না করা গেলেও বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান। এর আগে বুধবার মধ্যরাতে শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুত করা স্থানে) কন্টেইনারে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দিবাগত রাত দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে চার হাজার ব্যারেল তেল ধারণ ক্ষমতাসম্পন্ন এই তেল শোধনাগারে কি করে আগুনের সূত্রপাত, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে তেল শোধনাগার প্লান্টের বার্নফিড থেকে আগুণের সূত্রপাত ঘটে থাকতে পারে। রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্টের পরই সবকিছু জানা যাবে।’ হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, ‘খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে ২টিসহ শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ৬টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বার্নফিড থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’ এদিকে, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধা তালুকদার। তিনি জানান, তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। মূলত শোধনাগারের বর্জ্যরে মধ্যে আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে বড় ধরণের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর