,

মাধবপুরে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ পন্ড ॥ বর পক্ষকে জরিমানা

পিন্টু অধিকারী ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে পুরাইকলা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় বরের মা’কে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে পুরাইকলা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে, এমন খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ, পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন বিয়ের আয়োজন চলছে। খোঁজ নিয়ে দেখেন বর প্রাপ্তবয়স্ক কিন্তু কনের অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, তিনি কনে ও বরের অভিভাবকদের বিয়ে বন্ধ করতে বলেন। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ ঘটনাস্থলে এসে বাল্যবিবাহ দেয়ার প্রস্তুতিকালে বরের মা’কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ৫০০০/- অর্থদন্ড প্রদান করা হয় এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দেবেন না এই মর্মে কনের মায়ের মুচলেকা আদায় করা হয়।


     এই বিভাগের আরো খবর