,

জয়ের লক্ষ্যে শ্রীলংকা গেলো টাইগাররা

সময় ডেস্ক ॥ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে শ্রীলংকা সফরে গেল বাংলাদেশ দল। সোমবার বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভাড়া করা উড়োজাহাজে শ্রীলংকা সফরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। সফরে তিন দিন কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। এরপর ১৫ ও ১৬ এপ্রিল সীমিত পরিসরে অনুশীলন করবে। ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর দেশের বিমান ধরবে টাইগাররা। ৪১ সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকা ত্যাগের আগে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, অবশ্যই আমাদের লক্ষ্য জয়। আমরা সর্বশেষ টেস্ট সিরিজে ভালো খেলিনি। নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি ২০ সিরিজেও ভালো খেলতে পারিনি। শ্রীলংকার পরিবেশ আলাদা। সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা রয়েছে আমাদের। চেষ্টা করব সেরা ক্রিকেট খেলতে। নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে জেতা সম্ভব।


     এই বিভাগের আরো খবর