,

বানিয়াচংয়ে লকডাউনে বাড়ী বাড়ী যাবে ভ্রাম্যমাণ দুধ-ডিম-মাংসের দোকান

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে লকডাউনে মানুষের বাড়ী বাড়ী যাবে ভ্রাম্যমাণ দুধ-ডিম-মাংসের দোকান। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় প্রাণীজাত পণ্যের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা দুগ্ধ খামার সমিতির সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোশাররফ হোসাইন, ভেটেরিনারি সার্জন ডাঃ সাহেদ তফাদার, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, বানিয়াচং থানার ওসি এমরান হোসেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন চন্দ্র দাশ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর