,

নবীগঞ্জে দু’ ছিনতাইকারী আটক, মুলহুতা মিলাদসহ ২ জন পলাতক

ধরতে পুলিশ অভিযানে

সংবাদদাতা : নবীগঞ্জ শহরে সন্ধ্যা রাতে ছিনতাইয়ের ঘটনার ১০দিনের মাথায় ছিনতাইকৃত মালামালসহ দু’ ছিনতাইকারী জনতার হাতে আটক হয়েছে। গত সোমবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আকটকৃত সমুজ আলী (১৯) ও সাফি মিয়া (২০) কে পুলিশের হাতে সোর্পদ করেছে জনতা। এ ব্যাপারে রাতেই ছিনতাইয়ের শিকার আব্দুল কাইয়ুম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। এদিকে ছিনতাই ঘটনার মুল গডফাদার মিলাদ মিয়াসহ অপর ছিনতাইকারী সোহেল মিয়া পলাতক রয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গত ২ এপ্রিল সন্ধ্যায় এলাকার বহু অপকর্মের হুতা ছিনতাই, চুরি ও ডাকাতির গডফাদার রাজাবাদ (কান্দি পাড়া) এলাকার সকাল মিয়ার ছেলে মিলাদ মিয়া তার সঙ্গীয়দের নির্ঝন স্থানে রেখে শহরের নতুন বাজার থেকে হালিতলা বারৈ কান্দি গ্রামের রিক্সা চালক আব্দুল কাইয়ুমকে ভাড়ায় অভয় নগর নিয়ে আসে। এখানে আসা মাত্র মিলাদের প্লান অনুযায়ী মিলাদ, সোহেল, সাফি ও সমুজ আলী ধারালো অস্ত্রের মুখে ওই রিক্সা চালকের দামী মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। উক্ত মিলাদ এ ঘটনার ১০/১২ দিন আগে কমলাপুর গ্রামের জনৈক এক যুবক’কেও অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ও টাকা ছিনতাই করে। বিষয়টি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ সহ স্থানীয় লোকদের জানানো হলে তারা ছিনতাইকারীদের আটক করে মোবাইল ফোন উদ্ধার করে এবং ঘটনার স্বীকারোক্তি নেয়। এক পর্যায়ে পুলিশকে খবর দেয়া হয়। সুচতুর মিলাদ ও সোহেল লোকজনের অগোচরে পালিয়ে যায়। পরে পুলিশ ধৃত সমুজ আলী ও সাফি মিয়াকে থানায় নিয়ে আসেন এবং ছিনতাইকৃত মোবাইল জব্দ করেন। এলাকাবাসীর দাবী সকাল মিয়ার চত্রছায়াই তার ছেলে মিলাদ চুরি, ছিনতাই ও মাদকে সাম্ররাজ্য গড়ে তোলেছে। প্রায় সময়ই মিলাদ তার সঙ্গীয়দের নিয়ে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। তাকে গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর