,

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

জহিরুল ইসলাম নাসিম : হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোধনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৭ এপ্রিল (শনিবার) দুপুরে বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন । বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলীসহ উপ-সহকারী কৃষি অফিসার ও বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক কৃষকবৃন্দ। পরে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
উপজেলায় মোট ৪শ কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি করে ডিওপি সার বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর