,

লকডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জে ৬৩ জনকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার : সরকার নির্ধারিত কঠোর লকডাউনের গতকাল ৪র্থ দিনে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত ছিল। ৪র্থ দিনে স্বাস্থ্যবিধি অম্যান্য, নির্ধারিত সময়ের বাহিরে দোকানপাট খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়। গতকাল শনিবার জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৬৩ টি মামলার মাধ্যমে ৬৩ জন ব্যক্তিকে ২৩ হাজার ৫০০শত টাকা অর্থদন্ড আদায় করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

ভ্রাম্যমান মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান থাকবে।


     এই বিভাগের আরো খবর