,

মেসির বাবা হঠাৎ বার্সেলোনায় ফের বার্সা ছাড়ার গুঞ্জন

সময় ডেস্ক ॥ লিওনেল মেসির হাতে যখন কোপা দেল রে কাপ তখনই ফের আলোচনায় প্রসঙ্গ হয়ে উঠল মেসির ভবিষৎ কী! মেসি কী বার্সায় থাকছেন নাকি মৌসুম শেষে বিনা ট্রান্সফার ফিতে কাতালানদের ছেড়ে চলে যাচ্ছেন – ফের এই আলোচনায় মগ্ন হয়েছে ফুটবলবিশ্ব। কারণ একটাই। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি এখন বার্সেলোনায় অবস্থান করছেন। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, রোববার লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে বার্সেলোনায় পৌঁছেছেন। তবে ক্লাবটির নতুন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে এখনো কোনো সাক্ষাৎ হয়নি তার। আর সাক্ষাৎ হলে বার্সায় মেসির ভবিষৎ নিয়ে কোনো আলোচনা হবে কি নাসে বিষয়টিও নিশ্চিত নয়। ইএনপিএন জানিয়েছিল, ব্যক্তিগত ইস্যুতে এই সপ্তাহেই ইতালি যাবেন মেসির বাবা। বার্সার সঙ্গে হোর্হে মেসির আলোচনার দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। তবে মেসির চুক্তি নিয়ে যে আলোচনা হবে না, সেটাও বলা যাচ্ছে না চোখ বুজে। এমন দোদূল্যমান পরিস্থিতিতেই গুঞ্জন শুরু হয়েছে, মেসি কি তবে বার্সা ছাড়ছেন? নাকি থেকে যাবেন কাতালানদের সঙ্গে। উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। এমন বিপর্যয়ের পর মেসি বার্সা ছেড়ে চলে যেতে চান। বোর্ডের কাছে ব্যুরোফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়ার অনুমতিও চান। কিন্তু চুক্তির মেয়াদের প্যাচে ফেলে মেসিকে আটকে ফেলে বার্সা। সে সময় এ নিয়ে মেসির বাবার সঙ্গে বার্সার তৎকালীন প্রেসিডেন্ট বার্তেমেউয়ের দফায় দফায় বৈঠক হয়। বিষয়টি নিয়ে আর আদালতে না গিয়ে বার্সাতেই থেকে যান মেসি। তিনি জানান, মৌসুমের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ফের সিদ্ধান্ত নেবেন।


     এই বিভাগের আরো খবর