,

লকডাউনের ৬ষ্ঠ দিনে হবিগঞ্জে মোবাইল কোর্টের ৩২ মামলা

স্টাফ রিপোর্টার ॥ দেশে ২য় দফায় হানা দিয়েছে মহামারি করোনা ভাইরাস। ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংগে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় দেশে লকডাউন জাড়ি করেছে সরকার। লকডাউন প্রতিপালন নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে  হবিগঞ্জ জেলা প্রশাসন। গতকাল সোমবার দিনব্যাপি জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে মোট ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক পরিধান না করা, স্বাস্থবিধি না মানা ও লকডাউনের বিধি-নিষেধ না মানায় ৮টি মোবাইল কোর্টে ৩২টি মামলার মাধ্যমে ১৩,২০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। মোবাইল কোর্টে সহযোগীতা করেন র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। এ ব্যাপারে জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে এবং জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর