,

নবীগঞ্জে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও নমুনা শষ্য কর্তন পরিদর্শন ও কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলার কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও নমুনা শষ্য কর্তন পরিদর্শন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি গত ২১ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী বিভিন্ন কাজ পরিদর্শন করেন। প্রথমে নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় সংলগ্ন নবীগঞ্জের সীমান্তবর্তী মকার হাওড়ে ধানকাটার মেশিন দিয়ে ধানকাটা পরিদর্শন করেন। এ সময় উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুুুুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, জেলা কৃষি অফিসার মোঃ তমিজ উদ্দিন খান, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুুুুমাইয়া মমিন, উপজেলা কৃষি অফিসার একে এম মাকসুদুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুুুুমার পাল হিমেল, সাধারণ সম্পদক মোঃ সেলিম তালুকদার, পিআইও মোহাম্মদ ছাদু মিয়া, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, ব্লক সুপারভাইজার মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। চলতি মৌসুমি নবীগঞ্জ উপজেলায় বোরো ফসল কর্তনের জন্য ২৮ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে এ বছর মোট হাওড়ের ৫ হাজার ৫ শত ৬৫ হেক্টর এবং নন হাওড় ১২ হাজার ৭ শত ২০ হেক্টর আবাদ মিলে এতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ৬ হাজার ৩ শত হেক্টর ফসল। এ পর্যন্ত হাওড়ের শতকরা ৫৪ ভাগ এবং হাওর ছাড়া ৩.৭৭ ভাগ বোরো ফসল কর্তন করা হয়েছে। তবে কাল বৈশাখী ঝড়ের পূর্বেই হাওরের সকল ফসল কর্তন করে ঘরে তোলার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা প্রশাসন ইশরাত জাহান। এছাড়া তিনি উপজেলার জমি নাই ঘর নাই প্রকল্পের (২য় পর্যায়) এর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং উপস্থিত দুস্থ ভূমিহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, দীঘলবাক ইউনিয়নের হাওর রক্ষাবাধঁ কাজ পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর