,

হবিগঞ্জে সরকারি নির্দশনা না মানায় ৫ জনের বিরুদ্ধে মামলা

জুয়েল চৌধুরী ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে লকডাউনের ১১ম দিনে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৫টি মামলায় ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৫ জন ব্যক্তির বিরুদ্ধে ৫টি মামলা দেয়া হয়। মামলায় তাদেরকে ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে স্বাস্থ্যবিধি পালনের সাধারণ জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


     এই বিভাগের আরো খবর