,

শান্ত হবিগঞ্জকে অশান্ত করার অপচেষ্টা চলছে

সংবাদদাতা ॥ শান্ত হবিগঞ্জকে অশান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। যার সূত্র ধরে হিন্দুবাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে পরিস্থিতির অবনতি ঘটে। রোববার বিকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি বলেন, সুশান্ত দাশ গুপ্ত সংবাদপত্রের আড়ালে মাদক ব্যবসা চালাচ্ছেন। সম্প্রতি পত্রিকার বিশেষ রিপোর্টার বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছেন। কয়েক দিন পূর্বে চিড়াকান্দি এলাকায় হামলার ঘটনায় তার অবৈধ অস্ত্রের গুলির আঘাতে আহত হন সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ। অথচ পুলিশ এসল্ট মামলায় তাকে আসামি করা হয়নি। উল্টো যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তিনি মামলা প্রত্যাহার দাবি করে সুশান্ত দাশ গুপ্ত ও তার লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি মো. আরব আলী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট আবুল ফজল, মশিউর রহমান শামীম ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর