,

নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা গত বুধবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্টিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, টিএইচও ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, থানার অফিসার ইর্নচাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান, চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, দিলাওর হোসেন, হাজী আব্দুল মুক্তাদির চৌধুরী, মোঃ ছাইম উদ্দিন, সৈয়দ খালেদুর রহমান খালেদ, আব্দুল বাতেন, এড. জাবিদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় অফিসার হাসনা হেনা উপজেলা জাপা’র আহবায় ডাঃ শাহ আবুল খয়ের, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, শেখ ছৈইফা বেগম কাকলী প্রমূখ। সভায় শহরে অসহনীয় যানজট, ভেজাল বিরোধী অভিযান জোরদারসহ উপজেলার সার্বিক আইনশৃংখলা রক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ মিলু’র প্রস্তাবের প্রেক্ষিতে নবীগঞ্জ হাসপাতালের সামনে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা ৭টি দোকান উচ্ছেদ এর বিষয়েও আলোচনা হয়। অপর দিকে চলমান ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকার পক্ষে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর