,

নবীগঞ্জের রাধাপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী, স্ত্রী ও কন্যা আহত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের রাধাপুর জামারগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী, স্ত্রী ও কন্যা গুরুত্বর আহত। সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রোজ শনিবার বিকেলে রাধাপুর জামারগাঁও গ্রামের বইতুল্লাহ মিয়ার পুত্র আতাউর রহমানের নির্দেশে একই গ্রামের জাকির হোসেনের হাঁঁস ও মোরগ জোর পূর্বক নিয়ে  যায় একই গ্রামের বইতুল্লাহ মিয়ার পুত্র মুহিবুর রহমান ও তৈয়বুর রহমান, আতাউর রহমানের পুত্র খালিছুর রহমান ও মিজানুর রহমান এবং বকুল মিয়ার পুত্র জুয়েল মিয়া গং। এ সময় জাকির হোসেন তার হাঁস ও মোরগ আতাউর রহমান গংদের কাছ থেকে রক্ষা করতে এগিয়ে আসলে তারা জাকির হোসেনকে পিঠিয়ে গুরুত্বর আহত করে। তখন জাকির হোসেনের শোর চিৎকারে তার স্ত্রী আম্বিয়া বেগম এবং কন্যা শান্তি বেগম এগিয়ে আসলে তাদের পিঠিয়ে গুরুত্বর আহত করে রাধাপুর জামারগাঁও গ্রামের বইতুল্লাহ মিয়ার পুত্র মুহিবুর রহমান ও তৈয়বুর রহমান, আতাউর রহমানের পুত্র খালিছুর রহমান ও মিজানুর রহমান এবং বকুল মিয়ার পুত্র জুয়েল মিয়া গং। তখন আম্বিয়া বেগমের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও তার কন্যা শান্তি বেগমের কানে থাকা স্বর্ণের দুল নিয়ে যায় জুয়েল ও খালিছুর রহমান। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


     এই বিভাগের আরো খবর