,

ব্রিজের অভাবে ভোগান্তিতে লাখাইয়ের হাজারো মানুষ

লাখাই প্রতিনিধি ॥ একটি ব্রিজের অভাবে হবিগঞ্জের লাখাই উপজেলার হাজারো মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। উপজেলার লাখাই ইউনিয়নে লাখাই বটতলা থেকে লাখাই বাজার পর্যন্ত রাস্তার কলমা হাঁটি ও কাঁচারী হাঁটির মধ্যবর্তী খালের উপর ব্রিজ না থাকায় বেড়েছে দুভের্োগ। এলাকার শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৃদ্ধসহ সকল বয়সী নারী-পুরুষ বর্ষায় নৌকা আর হেমন্তে কাঁদা জল মাড়িয়ে পথ চলতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ ব্রিজ না থাকায় প্রায় ২ কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার সড়কের বেহাল দশায় নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, প্রায় বছর ১৫ পূর্বে কলমাহাঁটি ও কাচারীহাঁটির মধ্যবর্তী খালের উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়। তবে সড়কের তুলনায় ব্রিজটির উচ্চতা বেশি হওয়ায় তা আর জনগনের কোন কাজে আসেনি। উলটো হয়েছে ভোগান্তির কারণ। পথচারীরা দুই পাশে বাঁশের মই লাগিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেছিলেন কয়েকবছর। এক পর্যায়ে জনভোগান্তি লাঘবে গত ৭/৮ বছর আগে অপরিকল্পিতভাবে নির্মিত ব্রিজটি ভেঙে ফেলা হয়। এদিকে, অপরিকল্পিত ব্রিজটি ভেঙে ফেলার পর ৭/৮ বছর পেরিয়ে গেলেও এখনও নতুন করে ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। হচ্ছে, হবে করেই বছরের পর বছর চলে গেলেও দেখা নেই ব্রিজের। স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, আমরা এ ব্রিজের বিষয়ে বিভিন্ন সময়ে আবেদন করেছি। কিন্তু কোন লাভ হচ্ছে না। অথচ এই ব্রিজটি না থাকায় আমরা বছরের পর বছর কষ্ট করে চলাফেরা করছি। তাই দ্রুত ব্রিজটি পূর্ণনির্মাণের জন্য দাবি জানাচ্ছি। আর লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রোপম জানান, আমি ব্রিজটি পূর্ণনির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।


     এই বিভাগের আরো খবর