,

প্রাণীসম্পদ বিভাগের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ দুধ ডিম এবং মাংস বিক্রি

সংবাদদাতা ॥ করোনাকালীন সময়ে পুষ্টির প্রতি বিশেষ নজর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে প্রাণীসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ন্যায্য মূ্ল্েয ভ্রাম্যমাণ দুধ ডিম এবং মাংস বিক্রি চলছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং প্রাণী সম্পদ বিভাগের সহযোগীতায় জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম অব্যাহত আছে। প্রতিদিন ট্রাক দিয়ে এসকল পণ্য বিক্রি করা হয়। এতে করে খেটে খাওয়া সাধারণ মানুষ এই দূর্যোগপূর্ণ সময়ে কিছুটা হলেও নিশ্বাস নিচ্ছে। প্রতি কেজি বয়লার মুরগী বিক্রি হচ্ছে ১২০টাকা ধরে, যার বাজার মূল্য ১৪০ টাকা, প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৬৫ টাকা যার বাজার মূল্য ৮০ টাকা এবং প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ২৪ টাকা ধরে, যার বাজার মূল্য ৩৫ টাকা। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রনজিত কুমার আচার নিয়মিত এ ভ্রাম্যমাণ দুধ ডিম মাংস বিক্রির কার্যক্রম মনিটরিং করছেন। ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কেনা বিভিন্ন শ্রেনী পেশার সুবিধাভোগীরা জানান, করোনাকালীন সময়ে সরকারের এই সহযোগিতার ফলে সাধারণ মানুষ খুবই খুশি। এবিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত বাজারে দুধ ডিম এবং মাংস বিক্রি চলমান রেখেছি। প্রথমে ১০ দিনের জন্য এ কার্যক্রম চালু করা হয়েছিল, কিন্তু মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এটি চলমান রাখা হয়েছে। মানুষের পুষ্টির চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে এই কার্যক্রম চালু করেছেন।


     এই বিভাগের আরো খবর