,

লাখাইয়ে বোরোধান সংগ্রহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

সূর্য্য রায় লাখাই ॥ লাখাইয়ে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ ২০২১ শুরু হয়েছে । এবার ২৭টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে সাড়ে ৯৩৪ মেট্রিকটন ধান লাখাই উপজেলায় সংগ্রহ করছে সরকার। বুধবার দুপুরে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে লাখাই উপজেলার খাদ্য গুদামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। একযোগে সিলেট বিভাগের সাথে লাখাই উপজেলায় যুক্ত হয়ে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শুরুতেই তিনি বিভিন্ন এলাকার কৃষকের সাথে বোরো ধানের উৎপাদন এবং বাজার দর নিয়ে কথা বলেন। এসময় ধানের ভালো দাম পাওয়ায় মন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জানান কৃষকরা। এসময় খাদ্য মন্ত্রী বলেন, কৃষককে লাভবান করার পাশাপাশি দেশে খাদ্য শস্যের মজুদ বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণ রাখাই সরকারি সংগ্রহের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলা উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক মৌসুমে গুদামে ধান রাখতে গিয়ে কৃষক যাতে অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলদার মাহমুদ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজিম উদ্দীন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলি নওয়াজ, লাখাই রিপোর্টস ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশীষ কুমার সরকার, উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ হোসনা আক্তার, হিন্দু বুদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্য লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাংবাদিক বিজয় আহাম্মদ সুমন, সাংবাদিক ফোরামের সভাপতি সুশিল দাস, সূর্য্য রায়, ইউনিয়ন কৃষি অফিসার অমিত ভট্টাচার্য, লাখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম মাফুজ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন , স্হানীয় কৃষকগন। ২৮ শে এপ্রিল ১৬ আগষ্ট, পর্যন্ত কার্যক্রাম চলবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর