,

জেলা ফুটবল এসোসিয়েশনের জরুরী সভা আমার হবিগঞ্জ পত্রিকায় মিথ্যা সংবাদের নিন্দা ও কলি, রাসেল ও সাইদুরের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবী

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর এক জরুরী সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ লাল মিয়া, মোহাম্মদ সালেহ আহমেদ,
সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মাহফুজুর রহমান খোকন, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য নুরুল হক, মোঃ আব্দুল হান্নান, শেখ উম্মেদ আলী শামীম, এস এম আব্দুর রউফ মাসুক, ফারুক আহমেদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ আজিজুর রহমান ফয়সল প্রমুখ। সভায় হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রধান প”ষ্টপোষক সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় একের পর এক মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় উক্ত সংবাদে ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে ওই পত্রিকার প্রকাশনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়। এছাড়া হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার ও অবৈধ মাদক ব্যবসা বন্ধের দাবীতে গত ১৯ এপ্রিল শহরের নোয়াবাদ মাঠে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজ আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় পুলিশ এ্যাসল্ট মামলা ও বিতর্কিত আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্তের দায়েরকৃত মামলায় সিলেট বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলে রাব্বী রাসেল এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ক্রিকেট দলের অধিনায়ক মোঃ সাইদুর রহমানের উপর মামলা দায়েরের প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।


     এই বিভাগের আরো খবর