,

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক গত ২৯ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ ঘটিকায় নবীগঞ্জ ওসমানী রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নাল্লিাহি——রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ ঐদিন নবীগঞ্জ ওসমানী রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি পৌর এলাকার নহরপুর গ্রামে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে পুুুলিশ প্রশাসন গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রিয় সম্মান প্রদান করেন। জানাজার নামাজে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান শেফু, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, সদর ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম, পৌর কাউন্সিলর আব্দুস ছোবহান, উপজেলা যুুুুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, যুুুুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, পৌর যুুুুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আরাফাত চৌধুরী আজাদ প্রমূখ। রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোক বার্তায় তারা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।


     এই বিভাগের আরো খবর