,

জেলা দায়রা আদাদলতেও জামিন না মঞ্জুর হলো প্রতারণা মামলায় ইউপি মেম্বার উস্তার ও শাহিনের, আউশকান্দি এলাকায় সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বহুল আলোচিত প্রতারণা মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে আটক আউশকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়া ও তার ভাতিজা শাহিনের জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা দায়রা ভারপ্রাপ্ত জজ এস এম নাসিম রেজার ভার্চুয়াল আদালতে দীর্ঘ শুনানি শেষে জামিন না মঞ্জুর করেছে আদালত। আদালতে বাদী পরে আইনজীবী ছিলেন এড. এমএ মজিদ এবং আসামি পরে আইনজীবীদের মধ্যে অংশ গ্রহণ করেন এড. সুলতান মাহমুদ, এড. চৌধুরী আশরাফুল বারী নোমান প্রমূখ। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর মেম্বার উস্তার দেড়মাস যাবত কারাবাস করলেও আত্মসাৎ এর ৭ লাখ টাকা এখনোও ফেরত না দেওয়ায় এলাকার জনসাধারণ এর মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি বাজারস্থ বকুল মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী ব্যবসায়ী রোমন মিয়ার নিকট থেকে জায়গা বিক্রির কথা বলে উল্লেখিত আসামীরা ৭ ল টাকা নেয়। কিন্ত জায়গা বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। বিগত ২০১৪ সালে টাকা নিলেও ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে দিচ্ছেনা এবং টাকাও ফেরত দিচ্ছেনা। এক পর্যায়ে ব্যবসায়ী রোমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ৮ মার্চ রোমন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে গত ১৬ই মার্চ পুলিশের একটি দল আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। উক্ত প্রতারণা মামলায় অপর আসামী গ্রেফতারকৃত ইউপি সদস্য উস্তার মিয়ার ভাই প্রতারক মোশাহিদ মিয়া দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত ইউপি মেম্বারের বিরুদ্ধে নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ডেবনার ব্রীজ সংলগ্ন সরকারের খাস জমি দখল করে দোকান ভিটা নির্মাণ করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারী খাস ভূমি দখল মুক্ত করাসহ তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়ম তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে ব্যবস্থা নিতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর