,

আজমিরীগঞ্জে এতিমখানায় পুলিশ সুপারের ইফতার বিতরণ

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জে বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় এতিম শিশুদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম)। গতকাল সোমবার বেলা ২টায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের শাহ্ ওলী উল্ল্যাহ হাফিজিয়া এতিমখানায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এ ইফতারসামগ্রী বিতরণ করেন। ইফতারসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, মাদ্রাসার এতিম শিশুদের ধর্মীয় সুশিক্ষার পাশাপাশি বিভিন্ন কারিগরি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে কোমলমতি এতিম শিশুরা শিক্ষাগ্রহণের পাশাপাশি বড় হয়ে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠবে এবং নিজেদের জন্য সুন্দর-কর্মময় জীবনের সুচনা করতে সক্ষম হবে। এই কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু হলে কোমলমতি এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো কুচক্রী মহল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে পথভ্রষ্ট করতে পারবে না। ইফতারসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম, বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সাবেক সাধারণ সম্পাদক শেখ আমির হামজা, সাংবাদিক মিলাদ মাহমুদ, শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তকছির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সৌলরী হাফিজিয়া এতিমখানার ইফতারসামগ্রী হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৌলরী গ্রামের কৃতী সন্তান চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।


     এই বিভাগের আরো খবর