,

আউশকান্দি ইউপি মেম্বার উস্তার আত্মসাতে ৭ লক্ষ টাকা এখনো ফেরত দেননি প্রতারণা মামলায় কারাগারেই ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ জেলা দায়রা জজ আদালতেও জামিনের সকল প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে প্রতারণা মামলায় মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিনের। নবীগঞ্জের বহুল আলোচিত প্রতারণা মামলায় আউশকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়া ও শাহিনের ঈদ পালন হবে হবিগঞ্জ জেলা কারাগারেই। প্রতারণা করে টাকা আত্বসাতের ঘটনায় গ্রেফতারকৃত মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিন জেলা কারাগারে প্রায় দুই মাস যাবত দিনপাত করছেন। গ্রামবাসী ও আত্বীয় স্বজন সূত্রে জানাযায়, প্রতারণা মামলায় ইউপি মেম্বার উস্তারকে জেলে দেখতে গেলে তাদের স্বজনদের তিনি বলেন জেল যেহুতু খাটছি টাকা ফেরত না দিয়ে আইনগতভাবেই মামলা মোকাবিলা করার হুংকার দেন বলে খবর পাওয়া যায়। আপোষ মিমাংসায় টাকা ফেরত না দেওয়ার ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। মামলা সূত্রে জানাযায়, আউশকান্দি বাজারের ব্যবসায়ী রুমন মিয়ার কাছ থেকে জায়গা বিক্রি করার কথা বলে তারা চেকের মাধ্যমে এবং নগদে ৭ লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে উস্তার মিয়া তার ভাই লন্ডন প্রবাসী মোশাহিদ মিয়ার মাধ্যমে জায়গাটি অন্যত্র বিক্রি করে দেন। শুধু তাই নয় গোপনে জায়গাটি বিক্রি করার পরও উস্তার মিয়া মেম্বার রুমন মিয়ার কাছ থেকে জায়গা বুঝিয়ে দেওয়ার কথা বলে আরও ৫০ হাজার টাকা গ্রহণ করেন। আসামীরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন টাকা উদ্ধারে ব্যবসায়ী রুমন মিয়া আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হন। গত ৮ মার্চ রোমন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে গত পুলিশের একটি দল আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। উক্ত প্রতারণা মামলায় অপর আসামী গ্রেফতারকৃত ইউপি সদস্য উস্তার মিয়ার ভাই প্রতারক মোশাহিদ মিয়া দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত ইউপি মেম্বারের বিরুদ্ধে নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ডেবনার ব্রীজ সংলগ্ন সরকারের খাস জমি দখল করে দোকান ভিটা নির্মাণ করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারী খাস ভূমি দখল মুক্ত করাসহ তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়ম তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে ব্যবস্থা নিতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর