,

বানিয়াচংয়ে ধান শুকানো নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামে খলায় ধান শুকানোর জেরে প্রতিপক্ষের ফিকলের আঘাতে কালু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিক পুলিশ ঘটনার মূলহোতা জহিরুলইসলামকে আটক করেছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। গতকাল বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কালু মিয়ার সাথে তার দুঃসম্পর্কের ভাগ্নে জহিরুল ইসলাম ওরফে জলিলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় খলায় ধান শুকাতে গেলে জলিল, আবুল কালামসহ একদল লোক কালু মিয়াকে মারধোর করে। এক পর্যায়ে জলিল কৃষক কালু মিয়াকে ফিকল দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার দেবাশীষ দাস তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষ বুধবার বিকেলেই পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে। বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে জলিলকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্থতি চলছে।


     এই বিভাগের আরো খবর