,

সাংবাদিক হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জে অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

সংবাদদাতা ॥ পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদে নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন করেছে। গতকাল বুধবার নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নাবেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক আলী জাবেদ মান্নার পরিচালনায় নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানোর সময় মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তাকে হেনস্তায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এ মানববন্ধনে নবীগঞ্জ উপজেলা ইলেকট্রনিক্স,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন,হবিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এস এম খোকন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমেদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আশাহিদ আলী আশা, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শলিল বরণ দাশ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মোজাহিদ আহমেদ, নুরুজ্জামান ফারুকী, লানিং পয়েন্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শেখ কায়ছার আহমেদ, হবিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সদস্য, এস এম খলিলুর রহমান, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, সদস্য নাজমুল ইসলাম, নিরব তালুকদার, জাফর, সেলিম উদ্দিন, সাগর মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তৃতারা বলেন, অবিলম্বে রোজিনার মুক্তি দাবি করে ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের অওতায় এনে শাস্তি দিতে হবে।


     এই বিভাগের আরো খবর