,

হবিগঞ্জে তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধি দুই ভাই পেল পাকা ঘর

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে প্রতিবন্ধি তৃতীয় লিঙ্গের দুই ভাইকে পাকা ঘর বানিয়ে দিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। গতকাল বুধবার বিকেলে  তাদের হাতে ঘরের চাবি তুলে দেন তিনি। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের প্রতিবন্ধি দুই ভাই সমরাজ ও সাবাজ। বাবা মারা যাওয়ার পর তৃতীয় লিঙ্গের হওয়ায় তাদেরকে কেউ কোন কাজ দেয়নি। এতে বৃদ্ধ মাকে নিয়ে বিপাকে পরেন দুই ভাই। কিছুদিন আগে পুলিশ সুপারের কাছে সহযোগিতা চাইতে এলে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তাদেরকে একটি গাভী উপহার দেন। এই গাভীর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু মাথা গোজার কোন ঠাই না থাকার কারণে এবার তাদেরকে দুই লাখ টাকা ব্যায়ে একটি পাকা ঘর বানিয়ে দেন। ঘরের চাবি তোলে দেয়ার সময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ‘প্রকিবন্ধি হওয়ার কারণে তাদেরকে কেউ কাজ দিত না। তাদেরকে নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল করত। এ অবস্থায় পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়ে। বিষয়টি আমার নজরে এলে আমি তাদেরকে একটি গাভী দেই। এখন দুই লাখ টাকা খরচ করে দেড় শতক জায়গার উপর একটি ঘর দিয়েছি। আশা করি এখন তারা অনেক সুখে বসবাস করতে পারবে।’ উপকারভোগী সরমার মিয়া বলেন, ‘বাবা মারা যাওয়ার পর খুব অসহায় পড়েছিলাম আমরা দুই ভাই। কেউ আমাদের খোজ-খবর নেয়নি। স্থানীয় মেম্বর-চেয়ারম্যানও আমাদের খবর নেয়নি। কিন্তু এসপি স্যার আমাদের পাশে দাড়িয়েছেন। আমরা খুব খুশি।’ পরে পুলিশ সুপার গ্রামের শিশুদের মধ্যে খাতা ও মাস্ক বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর