,

নবীগঞ্জে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলামের পুত্র,সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন (প্রত্যাশা) উপজেলা শাখার সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ এম মাসুদ বিন নূরের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। গতকাল শনিবার প্রথম ধাপে বাউসা ইউনিয়নের মাদারল্যান্ড আইডিয়াল স্কুল, ইনামবা দক্ষীণ গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়, নিজ চৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুনাকান্দি চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপন করা হয়। এতে উপস্থিত ছিলেন, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দীন, মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুব আবেদীন মোহন, ফাউন্ডেশনের সদস্য তোফাজ্জল হোসেন, রফি মিয়া, আইন উদ্দিন, সানি মিয়া, শামীম হোসেন রানা প্রমুখ। উল্লেখ্য, মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশন গঠিত হবার পর থেকেই যে কোন দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসে কাজ করে আসছে। কয়েকমাস মাস পূর্বে করোনাভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ কয়েক শতাদিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুুুল আযহা উপলক্ষে গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও সার্বিক সহযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মাও. নুরুল ইসলাম ফউন্ডেশন।


     এই বিভাগের আরো খবর