,

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ১১ বিভিন্ন মেয়াদে জেল জরিমানা

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর চর এলাকা থেকে ট্রলারে করে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় ১১ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ট্রলারের মালিক আলী হোসেন (৩৮) নামে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, দীর্ঘদীন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর চর এলাকা থেকে একটি বালুখেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ইনাতগঞ্জ ফাড়ি পুলিশের সহযোগীতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ট্রলারের মালিক আলী হোসেনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও ট্রলার জব্দ করে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন সবাইকে এ ধরনের কাজসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান করেন। বিশেষ করে শ্রমিকদেরকে এ ধরনের অপরাধমূলক কাজ না করার আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর